ভগবান শিবের পাঁচটি মন্দির কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পনানাথের সম্মিলিত পুজো দিয়ে রবিবার সন্ধ্যায় পঞ্চ কেদারের শীতকালীন আসন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে ভগবান ভৈরবনাথের পুজোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উত্তরাখণ্ডের একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের দরজা খোলার আগে বিশেষ পূজা অনুষ্ঠান করা হয়। তারই অনুষ্ঠান রবিবার শুরু হয়েছে। আগামী ১০মে পুনরায় খোলা হবে মন্দিরের দরজা। ভক্তরা ১০ মে থেকে ফের কেদারনাথ ধাম দর্শন করতে সক্ষম হবেন। সোমবার বাবা কেদারনাথের পঞ্চমুখী ভোগমূর্তি বহনকারী পঞ্চমুখী দোলযাত্রা উখিমঠ থেকে রওনা হবে এবং বিভিন্ন স্টপেজ অতিক্রম করে আগামী ৯মে সন্ধ্যায় কদারনা ধামে পৌঁছাবে।উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে যাত্রা গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে পৌঁছাবে। আগামী ৭ মে গুপ্তকাশী থেকে যাত্রা দ্বিতীয় স্টপেজ ফাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফাটা থেকে এটি ৪ মে তৃতীয় স্টপেজ গৌরীকুণ্ডে পৌঁছবে। পরের দিন গৌরীকুণ্ড থেকে পঞ্চমুখী দোলযাত্রা সন্ধ্যায় কেদরানাথ ধামে পৌঁছাবে। আগামী ১০ মে সকাল ৭ টায় ভক্তদের জন্য কদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে।