বিপাকে অরবিন্দ কেজরিওয়ালl মুহূর্তের মধ্যেই আপ সমর্থকদের আনন্দ বদলে গেল বিষাদে।
বিপাকে অরবিন্দ কেজরিওয়ালl মুহূর্তের মধ্যেই আপ সমর্থকদের আনন্দ বদলে গেল বিষাদে। বৃহস্পতিবারই নিম্ন আদালত জামিন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে তৎপর ইডি দ্বারস্থ হয়েছিল দিল্লি হাই কোর্টের। এবার নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। ইডির আর্জি, বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। সেই আর্জির শুনানি না হওয়া পর্যন্ত কেজরির জামিনে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। পরবর্তী শুনানি আগামী ২৫ শে জুন। উল্লেখ্য, গত ২১শে মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহ দু,য়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। গত ১০ মে কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। অর্থাৎ ১ জুন নির্বাচনের ফল বেরনোর দিন অবধি অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালত। ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন আপ সুপ্রিমো।