প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এলন মাস্ক! সূত্রের খবর, চলতি মাসেই ভারত সফরে আসবেন টেসলা কর্তা। ভারতে নতুন কারখানা গড়তে আগ্রহী টেসলা। সম্ভবত নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে সূত্রের খবর।
কবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বিশ্বের এই ধনীতম ব্যক্তি? সূত্রের খবর, এপ্রিলে চতুর্থ সপ্তাহে হয়তো ভারতে আসবেন মাস্ক l সেই সময়েই নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। যদিও এই সফর এবং বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর বা টেসলা- এই সফর ঘিরে মুখে কুলুপ এঁটেছে দুপক্ষই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক টেসলা কর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে লোকসভা নির্বাচন চলাকালীনই ভারতে আসবেন এলন মাস্ক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এলন মাস্ক!

Leave a Comment