কান চলচ্চিত্র উৎসবে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় ছবির পরিচালক পায়েল কাপাডিয়া ও অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের পরিচালিত ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবের ‘Un Certain Regard’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া। অন্যদিকে কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর অন্যতম দাবিদার ছিল পায়েলের ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তা না হলেও গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতীয় পরিচালক। বিদেশের মঞ্চে ভারতীয়দের এমন সাফল্য দেখে আপ্লুত ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ”এই সুন্দর মুহূর্ত ভারতীয় সিনেমার জন্য খুবই গর্বের।”জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার কন্যা অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই এই সম্মান পেলেন অনসূয়া।
কান চলচ্চিত্র উৎসবে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় ছবির পরিচালক পায়েল কাপাডিয়া ও অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।

Leave a Comment