Share Market
রক্তক্ষরণ সারিয়ে ঘুরে দাঁড়াল বাজার, ৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, পিএনবির মতো শেয়ারগুলি ব্যাপকভাবে বেড়েছে।

সোমবার সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজারে গ্রীন সিগন্যাল। এক ধাক্কায় ৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। এরসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সব মিলিয়ে আসন্ন দীপাবলির আগে দালাল স্ট্রিটে সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। ৯.১৫ মিনিটে ২৫১ পয়েন্ট বাড়ে সেনসেক্স। নিফটি বাড়ে ৭০ পয়েন্ট। এর পর সময়ের সঙ্গে সঙ্গে ৮২৭ পয়েন্টে বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮০,২২৯-এ। প্রায় ১.৩ শতাংশ বাড়ে সেনসেক্স। পিছিয়ে ছিল না নিফটিও। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ২২৫ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,৪০৭-এ। ০.৯৩ শতাংশ বেড়েছে নিফটিও।
Contents