এবার নরেন্দ্র মোদী বনাম মনমোহন সিং। নরেন্দ্র মোদির মতো এত বেশি ঘৃণাভাষণ আর কোনও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি বলে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মতে, জনসভায় বক্তৃতা দেওয়ার সময়ে অত্যন্ত নিম্নরুচির ভাষা প্রয়োগ করেছেন মোদি। এই আচরণের জেরে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা হয়েছে বলে মত প্রাক্তন প্রধানমন্ত্রীর। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। আগামী শনিবার দেশজুড়ে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হবে। তার আগে পাঞ্জাবের ভোটারদের খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই চিঠিতেই মোদির তীব্র সমালোচনা করেছেন মনমোহন সিং। তিনি বলেন, “নির্বাচনী প্রচারে মোদি কীভাবে কথা বলেছেন সেটা খেয়াল করেছি। ঘৃণাভাষণের সবচেয়ে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী। মোদিই হলেন প্রথম প্রধানমন্ত্রী যে জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করেছেন। এইভাবে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা করেছেন তিনি।”মনমোহনের কথায়, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করে লাগাতার আক্রমণ করছেন প্রধানমন্ত্রী-এমনটা ভারতে কখনও দেখা যায়নি।
এবার নরেন্দ্র মোদী বনাম মনমোহন সিং।

Leave a Comment