বলিউডে ফের একবার বিয়ের সানাই বেজে উঠেছে। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
বরাবরই সোনাক্ষী তাঁর সম্পর্ক রেখেছেন গোপনে। এই বলি অভিনেত্রীর এবার বিয়ের খবর চলে এল বাজারে। সোনাক্ষী তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা জাহির ইকবালের সঙ্গেই ছাতনাতলায় বসছেন চলতি মাসে। জানা যাচ্ছে আগামী ২৩শে জুন চার হাত এক হতে চলেছে। রবি রাতে একাধিক মিডিয়া এই মর্মেই রিপোর্ট করেছে। এও জানা গিয়েছে শত্রুঘ্ন সিনহার কন্য়া মুম্বইয়ের বাস্তিয়ানের কোথাও একটা শুভপরিণয় সারছেন। ম্যাগাজিনের কভারের মতোই সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ডের ডিজাইন করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গুজব আসলে সত্য়ি।’ আমন্ত্রিতদের বিয়ের অনুষ্ঠানে ফরমাল পোশাকেই আসতে বলা হয়েছে।সোনাক্ষী-জাহির প্রেমের কথা প্রকাশ্য়ে না আনলেও, বিভিন্ন সময়ে তাঁদের সোশ্য়াল মিডিয়ায় আবেগি পোস্ট দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন যে, সোনাক্ষী-জাহিরই এবার একছাদের তলায় থাকতে চলেছেন। সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি ওয়েব সিরিজে। রেহানার চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে।