‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?
পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় জামিন পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এর আগে অন্তর্বর্তী কালীন জামিন পেয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। এবার পেলেন রেগুলার জামিন। আর তার জন্য তারকাকে মানতে হবে একাধিক শর্ত।সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তী কালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ আগামী ১০ই জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা। শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। তারপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী জানান, পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে।