ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সুপারস্টার কাপুর কন্যা।

Date:

বলিউডে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। এবার তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব এল। ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সুপারস্টার কাপুর কন্যা। বিগত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন তিনি। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ। হয়ে গেলেন ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ৪ মে শনিবার নিজেই ইনস্টাগ্রামে সেই গর্বের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন করিনা। নতুন দায়িত্ব পেয়ে তিনি আবেগাপ্লুত, সেটা তাঁর কথাতেই ধরা পড়ল। লিখেছেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...