আজ বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক শ্রী দীপক মজুমদার

prasenjit
2 Min Read

আজ বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক শ্রী দীপক মজুমদার

আজ বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক শ্রী দীপক মজুমদার
নিউজ সুবার্তা সংবাদদাতাঃ বুধবার রাজ ভবনে শপথ নিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নয়া বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নয়া বিধায়ককে এদিন শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা থেকে শুরু করে মন্ত্রিসভার সকল সদস্য-সদস্যারা।
৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নয়া বিধায়ক দীপক মজুমদার।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় রামনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেন বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার এই কেন্দ্রের নয়া বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি। এদিন রাজ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য-সদস্যা, বিধানসভার সকল সদস-সদ্যস্যারা , আগরতলা পুর নিগমের সকল কাউন্সিলররা সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন শপথ গ্রহনের পর নয়া বিধায়ককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল অথিতিরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সকলের প্রিয় ও আদরণীয় আগরতলা পুর নিগমের মেয়র রামনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য হয়ে এখানে এসেছেন। আজ শপথ নিয়েছেন তিনি। আগামীদিন বিধানসভায় নানা কাজের মধ্য দিয়ে উনার সমৃদ্ধি হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন l এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন l
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *