মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন মোদি ৩.০ সরকার নাকি তৈরি করছে তেমনই অ্যাকশন প্ল্যান।
কয়েকদিন আগে আক্রান্ত হয়েছিল তাঁর কনভয়! কিন্তু এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং আশ্বাস দিলেন, ২ থেকে ৩ মাসের মধ্যেই সমাধান হবে মণিপুরের সমস্যার। মোদি ৩.০ সরকার নাকি তৈরি করছে তেমনই অ্যাকশন প্ল্যান। অগ্নিগর্ভ মণিপুরে শান্তি ফিরবে যার প্রয়োগেই। এমনই দাবি বিরেনের।শুক্রবার ছিল আন্তর্জাতিক যোগা দিবস। আর সেই উপলক্ষে ইম্ফলের খুমন লম্পক ইন্ডোর হলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে একথা বলতে শোনা যায়। তিনি বলেন, ”সর্বত্র হিংসা! তবে মণিপুরে তা কমতে শুরু করেছে। তবুও কিছু প্রান্তিক এলাকায় গোলাগুলি চলছেই। কিন্তু স্কুল, সরকারি অফিস, বাজারদোকানে কিন্তু স্বাভাবিকতা ফিরেছে।” সেই সঙ্গেই তাঁর দাবি, মণিপুরের অস্থির পরিস্থিতি ছিল মাত্র ৬ থেকে ৭ মাস।