সিপিআইএম ও কংগ্রেসের উপর দিনের পর দিন আস্থা হারাচ্ছে রাজ্যের জনজাতি অংশের মানুষজনেরা।

দীর্ঘ ৩৫ বছরের বাম জমানায় জনজাতি অংশের মানুষজনদের উন্নয়ন হয়নি। তাই কংগ্রেস ও সিপিএম ছেড়ে ২৬ পরিবারের শতাধিক ভোটার বিজেপি দলে সামিল হল রবিবার এক যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি হয় ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে ১৮ মোরা পাহাড়ের ৩৬ মাইল এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সম্পাদক অথরাই মৌলসুম ছাড়া জনজাতির মোর্চার নেতৃত্ব না। বর্তমানে জনজাতি অংশের মানুষজনেরা বুঝতে পেরেছে সিপিআইএম কংগ্রেস তাদের সাথে শুধু প্রতারণা করে গিয়েছে। উন্নয়ন হয়েছে শুধুমাত্র নেতাদের। ফলে জনজাতি অংশের মানুষজনেরা উন্নয়নের শিকড়ে পৌঁছতে পারেনি। এমনটাই দলত্যাগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা l