বর্তমানে শেয়ার বাজারে ধস । রক্তক্ষরণ থামছেই না দালাল স্ট্রিটে। ভোট আবহে আরও হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দর। তবে ভোটের সঙ্গে তো শেয়ার বা স্টক মার্কেটের কোনও যোগ নেই। তবে শেয়ার বাজারের স্থিতিশীল উত্থানের জন্য প্রয়োজন একটি স্থিতিশীল সরকারের। কবে এই স্থিতাবস্থা আসবে, কবে আবার চড়বে শেয়ার দর, তার ইঙ্গিত দিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন যে আগামী ৪ জুনের আগে যেন শেয়ার কিনে রাখেন সবাই। ৪ জুনের পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান হবে। সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে এবার। ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠেও শোনা গেল সেই সুর। তিনি বললেন যে সকলের ৪ জুনের আগেই শেয়ার কিনে রাখা উচিত, কারণ ৪ জুন ভোটের ফলাফলে বিজেপি ও জোটসঙ্গীরা ঝড় তুলবে। এরপরে শেয়ার মার্কেটেও ব্যাপক উত্থান হবে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, “নির্বাচনের সঙ্গে স্টক মার্কেটের পতনকে জুড়ে দেওয়া ঠিক নয়। কিন্তু যদি এরকম জল্পনা রটেও থাকে, আমি বলব ৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন। শেয়ার দর চড়বে
বর্তমানে শেয়ার বাজারে ধস । রক্তক্ষরণ থামছেই না দালাল স্ট্রিটে।

Leave a Comment