ফের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তাড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রান গেল

Date:

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল l ফের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তাড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রান গেল সাবরুমের আনন্দ পাড়ার বাসিন্দা শিবু রন্জন দওের ছেলে পুনেন্দু বিকাশ দত্তের। মৃত্যুর কালে তার বয়স ছিল মাত্র ৩২ বছর। সে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইনস্পেক্টর পদে আগরতলা গুর্খাবস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল। বুদ্ধ পুর্নিমার ছুটিতে বৃহস্পতিবার বাড়ি এসেছিল পুনেন্দু। এদিন রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইকে করে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয় সে। রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাবরুম থানার পুলিশ। সামাজিক মাধ্যমে পুনেন্দু বিকাশ দও এর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু, আত্বীয়- স্বজনরা সাব্রুম মহকুমা হাসপাতালে ছুটে আসে। শুক্রবার পুনেন্দু বিকাশ দওের মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুনেন্দু বিকাশ দত্ত রাজ্যের একজন পরিচিত ক্রিকেটার ছিল ।এছাড়াও ফুটবলের একজন ভালো গোলকিপারও ছিল। এদিন সকাল হতেই তার মৃতদেহ দেখার জন্য সাব্রুম হাসপাতালে সামনে প্রচুর সংখ্যক জনগণ ভিড় জমান । এক শোভা যাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে সাবরুম বাজার পরিক্রমা করার পর পরবর্তী সময়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় সাব্রুম মহাশ্মশানে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পুর নিগমের মেয়র

মহারানী তুলসিবতি বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্য স্তরিয় বিজ্ঞান...

টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার!

বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার বলা যায়...

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী শর্ত মানতে হবে?

‘পুষ্পা ২’ প্রিমিয়ার কাণ্ডে আল্লু অর্জুনের জামিন, কী কী...

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন উলফ’ জাব্বার ছিল সেনাকর্মী!

আমেরিকায় জঙ্গি হানায় মৃত বেড়ে ১৫, ইসলামিক স্টেটের ‘লোন...