CPIM Tripura

ত্রিপুরা রাজ্য উপজাতি গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হয় এই কনভেনশন।

  • নিউজ সুবার্অতা নলাইন সংবাদদাতা । শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ । আগরতলা।

জীবন ধারনের ক্ষেত্রে মূল তিনটি বিষয় কাজ,খাদ্য ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে রাজ্য ও এডিসিতে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ কনভেনশনের আয়োজন করা হয় বুধবার আগরতলা টাউন হলে। ত্রিপুরা রাজ্য উপজাতি গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হয় এই কনভেনশন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ও অঘোর দেব্বর্মা সহ অন্যান্যরা। কনভেনশনে মাণিক সরকার তার ভাষণে বলেন, আমাদের দেশের জনগণ লম্বালম্বি ভাবে দুটি শ্রেণীতে বিভক্ত। শোষণ ও শোষিত তথা শাসিত। এক্ষেত্রে শোষকদের সঙ্খ্যা কম। তারাই সরকারটাকে নিয়ন্ত্রন করছে। পেছনে আর এস এস রয়েছে বলে তিনি জানান। এদিন তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

Previous articleখয়েরপুরের জমি মাফিয়া হিসেবে পরিচিত পরেশ ঘোষকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ।
Next articleদেশে চলমান ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে বুধবার বিশেষ বার্তা দিলেন আগরতলা আবহাওয়া দফতর 
News Subarta
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here