বুধবার জাতীয় ঐক্য দিবস উদযাপন করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
বুধবার জাতীয় ঐক্য দিবস উদযাপন করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম বার্ষিকীর এক দিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা নির্মাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ঐক্যের শপথ নেন। এই অনুষ্ঠানে মন্ত্রী প্রতাপরাও যাদব, স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব ছাড়াও মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর দিনটিকে দেশে একতা দিবস হিসাবে পালন করা হয়।