ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে দেশে পুনরায় মোদি ক্ষমতায়নের

prasenjit
2 Min Read

ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে দেশে পুনরায় মোদি ক্ষমতায়নের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার বলেই আভাষ। তারপরই কন্যাকুমারিতে ৪৫ ঘণ্টার ধ্যান শেষে দিল্লি ফেরার পথে স্বাধীনতার শতবর্ষে উন্নত ভারতের রূপরেখা তৈরির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ৩ টি বিষয়ের উপর জোর দিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। দেশের সার্বিক অগ্রগতিতে এই ৩ বিষয় হল ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’। দেখে নেওয়া যাক, এই ৩ বিষয়ের উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য মোদি সরকারের? রাজনৈতিক মহলের দাবি, ‘রিফর্ম’ অর্থাৎ দেশের ‘সংস্কার’ মূলক পদক্ষেপ। এক্ষেত্রে চিরাচরিতভাবে চলে আসা বহু ক্ষেত্রে সংস্কারের লক্ষ্য নিয়ে এগোতে চায় মোদি সরকার। অনুমান করা হচ্ছে, এই তালিকায় প্রথম পদক্ষেপ হতে পারে জাতীয় পরিচয়পত্র। বিশ্বের বেশিরভাগ উন্নত দেশের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ এমনকী আফগানিস্তানের মত দেশেও রয়েছে জাতীয় পরিচয়পত্র। এক্ষেত্রে ব্যতিক্রম একমাত্র ভারত। সর্বশেষ আধার কার্ড চালু হলেও তা নিয়ে বিতর্ক কম নেই। উন্নত ভারতের অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র আনতে পারে সরকার। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে দেশের রাজনৈতিক মানচিত্রে বদল। রাজ্য তথা জেলাগুলিকে ভাগ করার পাশাপাশি বাড়ানো হতে পারে লোকসভা আসন। সেদিক থেকে কেন্দ্রে সরকার গঠনে প্রতিটি রাজ্যকে দেওয়া হতে পারে সমান গুরুত্ব। এর পাশাপাশি, দেশে বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও এক দেশ এক আইনের হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হতে পারে দেশজুড়ে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *