বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা।
বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামী ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর পদে থাকবেন তিনি। মঙ্গলবার শেষ হয় শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ। এরপর দিন তথা বুধবার রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জয় মালহোত্রা। তিনি ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আই এ এস অফিসার। অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন তিনি। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি এবং খনির মত গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি।