Tripura Govt. CNG
এবার CNG ও PNG-র দাম বৃদ্ধি করল রাজ্য সরকার।
এবার সিএনজি ও পিএনজি-র দাম বৃদ্ধি করল রাজ্য সরকার। আগামী ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকার করা হবে। মঙ্গলবার ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিবৃতি জারি করে একথা জানিয়েছে।বিবৃতিতে জানিয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি ও অন্যান্য কারণে সিএনজি
এবং পিএনজি মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে তা নয়া দাম কার্য়করী হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম ৭৫.৪১ টাকা থেকে ৭৫.৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। একই ভাবে অন্যান্য জেলায় সিএনজি দাম ৭৯.৯৯ টাকা থেকে ৮০.৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। পিএনজি ৩৮.৫৫ টাকা থেকে ৩৯.০৫ টাকা, পিএনজি বানিজ্যিক ও শিল্পক্ষেত্রের পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৯.০০ টাকা থেকে ৪৯.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, পিএনজি পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩.৩৯ টাকা থেকে ৪৩.৮৯ টাকা বৃদ্ধি করা হয়েছে, বোধজং আইজিসি ৩৭.২০ টাকা থেকে ৩৭.৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।