বিশ্ব বিদ্যালয় ও মহাবিদ্যালয় গুলোতে ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা এবং মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতামূলক প্রচারণার অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও রেলি আয়োজনের জন্য বৃহস্পতিবার
গোটা রাজ্যের বিভিন্ন বিশ্ব বিদ্যালয় ও মহাবিদ্যালয় গুলোতে ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা এবং মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতামূলক প্রচারণার অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও রেলি আয়োজনের জন্য বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রিন্সিপালদের সাথে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে মিলিত হন খাদ্য, জনসংভরণ ও পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের খাদ্য, জনসংভরণ ও পরিবহন দপ্তর, ট্রাফিক পুলিশ এবং উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ অধিকারীকদের উপস্থিতিতে হয় এই ভার্চুয়াল কনফারেন্স। ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও রেলি আয়োজন করার জন্য বিভিন্ন কলেজের দিনক্ষণ নির্ধারনের পাশাপাশি এই সচেতনতামূলক কর্মসূচিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেন মন্ত্রী। পাশাপশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি l