বর্তমান সময়ে দীপিকা পাদুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিংয়ের পরই প্রশ্ন উঠেছিল। জবাব মিলল গত সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণের দিন। ভোট দিতে আসা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এর মধ্যেই আবার এক সমস্যা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে দীপিকাকে।আচমকা কী হল দীপিকার? ইনস্টাগ্রাম স্টোরিতেই জানিয়েছেন বিস্তারিত। মঙ্গলবার শেয়ার করা এই স্টোরিতে অভিনেত্রী লেখেন, “এসির সুইচ অন করার মিনিট দুয়েক পরই আমার ঠান্ডা লাগছে তাই সুইচ অফ করে দিচ্ছি। তার পর আবার গরম লাগছে, আবার সুইচ অন করে দিচ্ছি। এই লুপের মধ্যেই আটকে গিয়েছি আমি।”মজার ছলেই হয়তো এমন পোস্ট দীপিকার। তবে তাঁর এই সমস্যার সমাধান এখন রণবীর সিংকে করতে হবে বলেই মত নেটিজেনদের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংসারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেন রণবীর-দীপিকা। তারা জানান, সেপ্টেম্বর মাসে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। এতেই খুশির হাওয়া অনুরাগী মহলে।
বর্তমান সময়ে দীপিকা পাদুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন?

Leave a Comment