আইনের গেরোয় ফের আটকে পড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন?

Date:

আইনের গেরোয় ফের আটকে পড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন?

আইনের গেরোয় ফের আটকে পড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন? সূত্রের খবর, তাঁর অন্তর্বর্তী জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে তেলেঙ্গনা পুলিশ। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো’তে আল্লু অর্জুন আচমকা উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁকে দেখতে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যা থিয়েটারের মেন গেট ভেঙে পড়ে। তার জেরে মারা যান রেবতী নামে ৩৫ বছরের এক মহিলা। গুরুতর জখম হন তাঁর আট বছরের ছেলে শ্রী তেজ। ওই ঘটনায় গত ১৩ ডিসেম্বর অভিনেতার হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। নিম্ন আদালত আল্লুকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গনা হাইকোর্টে আইনজীবির মাধ্যমে জামিনের আর্জি জানান আল্লু। হাইকোর্ট ওই দিনই তাঁকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় অভিনেতাকে এক রাত জেলেই কাটাতে হয়।

News Subarta
News Subarta
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার।

বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ...

বলা চলে বহু প্রতীক্ষার অবসান হল।

বলা চলে বহু প্রতীক্ষার অবসান হল। বলা চলে বহু প্রতীক্ষার...