আইনের গেরোয় ফের আটকে পড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন?
আইনের গেরোয় ফের আটকে পড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন? সূত্রের খবর, তাঁর অন্তর্বর্তী জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে তেলেঙ্গনা পুলিশ। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো’তে আল্লু অর্জুন আচমকা উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁকে দেখতে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যা থিয়েটারের মেন গেট ভেঙে পড়ে। তার জেরে মারা যান রেবতী নামে ৩৫ বছরের এক মহিলা। গুরুতর জখম হন তাঁর আট বছরের ছেলে শ্রী তেজ। ওই ঘটনায় গত ১৩ ডিসেম্বর অভিনেতার হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। নিম্ন আদালত আল্লুকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গনা হাইকোর্টে আইনজীবির মাধ্যমে জামিনের আর্জি জানান আল্লু। হাইকোর্ট ওই দিনই তাঁকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় অভিনেতাকে এক রাত জেলেই কাটাতে হয়।