কেবল বর্নভিটা নয়, একই ধরনের একাধিক পানীয়কে ‘হেলথ ড্রিঙ্ক’ ক্যাটেগরি থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র। এই বিষয় ওই সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে। কিন্তু বর্নভিটা ‘হেলথ ড্রিঙ্কে’র তকমা হারাল কেন?
হেলথ ড্রিঙ্কে’র বিজ্ঞাপনে জোয়ার দেখা গিয়েছিল নয়ের দশকের গোড়ায়। সৌজন্যে টেলিভিশন। ‘বোকাবাক্সে’র অধিপত্য যত বেড়েছে দেশে, তত জনপ্রিয় হয়েছে হরলিক্স, ভিভা, বুস্ট, বর্নভিটা, কমপ্ল্যানের মতো ‘হেলথ ড্রিঙ্ক’গুলি। কপিল দেব থেকে কৃষ্ণমাচারি শ্রীকান্তদের মতো বিখ্যাত খেলোয়াড়দের দিয়ে যেমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তেমনই টিভিপর্দার নকল চিকিৎসকরা গলায় স্টেথো ঝুলিয়ে নিজের নিজের ব্র্যান্ডের তুমুল প্রচার চালিয়েছেন। এর ব্যাপক প্রভাব পড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিতে। সব বাড়ির রান্নাঘরে কিংবা ডায়নিং টেবিলে শোভা পায় জনপ্রিয় ড্রিঙ্কগুলি। সেই রেওয়াজ কমবেশি চলছিলই। যদিও ‘ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন ফর চাইল্ড রাইটস’ চিন্তার কথা জানাল l
হেলথ ড্রিঙ্কে’র তকমা হারাল বর্নভিটা!

1 Comment
Everyy weekend i used to visit this web site, bwcause i want enjoyment, since this this web
page conations genuinelly fzstidious funny data too. https://bandur-art.blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html