বলিউডের হার্ট থ্রুব হৃত্বিক রোশন। বলা চলে প্রথম ছবি থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক ছবি হিট। যদিও কেরিয়ারে একটা সময়ের পর মুখ থুবড়ে পড়েন তিনি। কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন গ্রীকগড। তবে কামব্যক ছিল তাঁর চোখে পড়ার মত। সুপার থার্টি ছবির মাধ্যমে বলিউডে ঝড় তুলেছিলেন তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিস কাঁপিয়েছে। এবার আরও এক সুখবর শুনল তাঁর ভক্তরা। বলিউডের অন্যতম সুপার হিরো কৃষ আবার ফিরতে চলেছে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে। আসতে চলেছে কৃষ। প্রথম তিন ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার চতুর্থ ছবির পালা। এবার হৃত্বিক রোশনের পাইপ লাইনে এই ছবি। রাকেশ রোশনের স্বপ্ন ছিল কৃষ প্রজেক্ট।এবার সেই প্রজেক্ট নিয়ে জল্পনা তুঙ্গে। রাকেশ রোশন আগেই খোলসা করে ছিলেন, এই ছবি আগের সব ছবির মাত্রাকে ছাপিয়ে যাবে। একের পর এক চমক তাই এবার সকলের অপেক্ষায়। হৃত্বিকের কাছে ছিল ব্রহ্মাস্ত্র ছবির প্রস্তাব। তবে তিনি জানিয়েছিলেন একসঙ্গে একাধিক বিগ প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত থাকতে চান না। কারণ, সামনেই কৃষের কাজ শুরু কথা ছিল। তবে ২০২১ সাল থেকেই কৃষ নিয়ে নানা পরিকল্পনা চলছিল।
বলিউডের হার্ট থ্রুব হৃত্বিক রোশন।

Leave a Comment