BRICS Summit
অতি সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সামিট শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Contents
BRICS Summitঅতি সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সামিট শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।Published by: Gopa Posted:October 23, 2024: অতি সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সামিট শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে পা রাখেন দিল্লি বিমানবন্দরে। বিশ্ব মানচিত্রে যে ভারতের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নরেন্দ্র মোদির এই দু’দিনের সফরে তারই প্রমাণ মিলল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, শান্তির পথে ফিরতে ফের একবার দিল্লির উপরেই ভরসা রাখতে চাইলেন রাষ্ট্রনেতারা। পাশাপাশি সীমান্ত সংঘাত থেকে গ্লোবাল সাউথ নিয়ে চিনকেও বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এক কথায় বলা যায়, ব্রিকস সামিটে শক্তিশালী ভারত দেখল বিশ্ব। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয় ষোড়শ ব্রিকস সামিট। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার কাজানে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এর পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। আলোচনার টেবিলে ওঠে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রণক্ষেত্রে যে সমস্যার সমাধান মেলে না সেই কথা ফের একবার মনে করিয়ে দিয়ে পুতিনকে শান্তির বার্তা দেন তিনি। শান্তির মাধ্যমেই স্পব কিছু সম্ভব বলে তিনি উল্লেখ করেন।