চলচ্চিত্র মির্জাপুর তিন ছবিতে অভিনয় করল ত্রিপুরার ছেলে রমন নট্ট l

News Subarta Digital: ত্রিপুরার ছেলে রমন নট্ট l বাংলা চলচ্চিত্র মির্জাপুর তিন ছবিতে অভিনয় করল রমন lখুব ছোট থেকেই টিভিতে সিনেমা দেখতে খুব পছন্দ করত সে। সিনেমায় অভিনেতাদের দেখে তাদের মত নাচতে,গান গাইতে চেষ্টা করত রমন ।জন্মসূত্রেই কিছু টেলেন্ট পেয়েছে সে।
তার বাবা গান গাইত , হারমুনিয়াম, বাঁশী বাজাত , খোল বাজানোর পাশাপাশি আরো কিছু ইন্সট্রুমেন্টে বাজাতে পারেন তিনি l
তার মাও গান গাইতে পারেন l মা বাবা গান গাইতেন , আর রমন শুনত l তা থেকে সে কি ভাবে গান গাইতে শিখে গেল নিজেও বলতে পারে না বলে এমনটাই অভিমত রমনের। ওর মা ,বাবার মুখে শুনেছে ওরা একটা সময় অনেক যাত্রাপালায় কাজ করেছেনl মায়ের থেকে বাবা অনেক যাত্রাপালায় কাজ করেছেন।
তার স্কুল জীবন দুই ধাপে সম্পন্ন হয়েছে l প্রথমে সে “দুর্গা চৌধুরি পাড়া হেমন্তু স্মৃতি বিদ্যালয়” থেকে মাধ্যমিক পাস করেছে। তারপর “পল্লীমঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়”থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে l
এরপর ২০১৭ সালে
“এম বি বি” কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে রমন। তারপর ২০১৯ সালে সিকিম এন .এস. ডি থেকে নির্বাচিত হয় সে। সেখানে অভিনয় নিয়ে পড়াশোনা করে সে।
পড়াশুনা শেষ করে সে আগরতলায়
“নাট্যভূমি গ্রুপ থিয়েটার “,
“রাঙামাটি নাট্যক্ষেত্র” ,
“মীরাকি থিয়েটার” এর সাথে যুক্ত ছিল। তার নাটকের যাত্রা শুরু হয় নাট্যভূমি গ্রুপ থিয়েটারের হাত ধরে। তারপর বাকি দুটো নাট্যদলেও কাজ করেছে সে।আগরতলার বেশ কয়েকটি নাটক ও সেই নাটকে অভিনিত চরিত্র নিয়ে রাজ্যের বাইরে যাওয়া হয়েছে। এরপর নাট্যভূমি গ্রুপ থিয়েটার এর ওয়াকসা ,নাটকে সর্দার চরিত্রের সাথে একবার Aizawl ও Mumbai যায় রমন। নাটক সরলবার্তায় সরল২ এবং ডান্সার চরিত্র নিয়ে শিলচড় ও দিল্লী যায় ।
আরো রাঙামাটি নাট্যক্ষেত্রের ” বামেরাং” নাটকের নিতাই চরিত্রের সাথে একবার Guwahati যাওয়া হয় রমনে র ।মুম্বাই নামে একটি শহরে স যখন যায় সেইদিন থেকেই তার স্বপ্ন ছিল অভিনয় করা। অবশেষে সেই স্বপ্নই বাস্তবে রূপ পেল মির্জাপুর তিন নামক বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে l