রাজধানীতে দিন দুপুরে রক্তাক্ত হলেন
CPIM জেলা সম্পাদক রতন দাস সহ একাধিক নেতা !
রাজধানীতে দিন দুপুরে রক্তাক্ত হলেন সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস সহ একাধিক নেতা ! ঘটনায় আহত হন কমপক্ষে ৮ থেকে ১০ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার রাজধানীর জয়পুর দক্ষিণ চৌমুহনীতে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে প্রাক্তন মন্ত্রী মানিক দে জানান,পুলিশের অনুমতি নিয়ে এখানে তাদের দলীয় কর্মসূচি ছিল। পুলিশ কোন পাহাড়া দেয় নি। তার জন্য পরোক্ষে সুযোগ করে দেওয়া হয়েছিল। এই ঘটনার জন্য পুলিশকে দায়ি করলেন তিনি। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।