জয়শ্রী দেবনাথ নামে এক গৃহবধূ জিরানিয়া ব্লক চৌমুহনী
এলাকা থেকে পাঁচ বছরের সন্তান সহ ১৫ দিন ধরে নিখোঁজ ।
Contents
জয়শ্রী দেবনাথ নামে এক গৃহবধূ জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকা থেকে পাঁচ বছরের সন্তান সহ ১৫ দিন ধরে নিখোঁজ । জানা যায়, বাড়ি থেকে পোলিও দেওয়ার নাম করে আর ফিরে আসেনি! অসহায় মা বাবা মেয়ে ও নাতির খুঁজে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরে বেরাচ্ছেন সহায়তার জন্য। জিরানিয়া থানায়ও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের সহযোগিতা না পেয়ে শেষে সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে এ ব্যাপারে জানান গৃহবধূর বাপের বাড়ির লোকজন। গৃহবধূর মা সংবাদ মাধ্যমে জানান , তার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর বর ঘটনার নয় দিন পর এ ব্যাপারে তাদের জানান। এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ গৃহবধূকে পনের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল।