OTP ব্যবহার করে ইলেকট্রনিক ভোটিং মেশিন আনলকের যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল।OTP দিয়ে ইভিএম আনলক হয় না
OTP ব্যবহার করে ইলেকট্রনিক ভোটিং মেশিন আনলকের যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। OTP দিয়ে ইভিএম আনলক হয় না’, ইভিএম হ্যাকিং নিয়ে ওঠা সব অভিযোগ খণ্ডন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, ‘ইভিএম কোনও ডিভাইসের সঙ্গে সংযুক্ত নয়। এটি স্বতন্ত্র সিস্টেম।’শিব সেনা শিণ্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ওয়াকারের আত্মীয় মঙ্গেশ পন্ডিলকরের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। বিরোধীদের অভিযোগ ছিল, তিনি গণনা কেন্দ্রের মধ্যে ফোন ব্যবহার করেছিলেন। সেই ফোন দিয়ে ওটিপি জোগাড় করে গণনায় কারচুপি করেন। যার জেরেই মাত্র ৪৮ ভোটে জয়ী হয়েছেন শিণ্ডে শিবিরের সাংসদ। পুলিশ দাবি করেছে, এই মঙ্গেশের ফোনের সঙ্গে ইভিএম সংযুক্ত ছিল। ভোট গণনার সময় নাকি মঙ্গেশের ফোনে ওটিপি আসছিল। সেই ওটিপি দিয়ে নাকি ইভিএমগুলি ‘আনলক’ করা যাচ্ছিল। এই আবহে পুলিশ তদন্ত করে বের করতে চাইছে যে মঙ্গেশের কাছে এমন ফোন কোথা থেকে এল যেটি ইভিএম-এর সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেই ফোন।