মুম্বাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
” সম্মেলনের সূচনা হয় বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও। ”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: মুম্বাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সম্মেলনের সূচনা হয় বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন কন্টেন্ট ক্রিয়েটররা। তার জন্য আগামিদিনে WAVES অ্যাওয়ার্ড চালু করা হবে বলে তিনি জানান। সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “এই সম্মেলনে ১০০ টিরও বেশি দেশের শিল্পী থেকে শুরু করে বিনিয়োগকারীরা মুম্বাইয়ে এক ছাদের নীচে একত্রিত হয়েছেন। এখানে সারা বিশ্বের প্রতিভা এবং সৃজনশীলতার একটি ইকো-সিস্টেমের ভিত্তি স্থাপিত হচ্ছে। এ যেন সত্যিই এক তরঙ্গ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”মে দিবসের কথাও এদিন উল্লেখ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজ ১লা মে। ১১২ বছর আগে, ১৯১৩ সালের তেসরা মে, ভারতে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পায়। সেই ছবির প্রযোজক ছিলেন দাদাসাহেব ফালকে। বুধবার ছিল তাঁর জন্মবার্ষিকী। গত শতাব্দীতে, ভারতীয় চলচ্চিত্র দেশকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।”