দেশের রাজস্থান রাজ্যে ফের তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: দেশের রাজস্থান রাজ্যে ফের তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। আগামী ১৫ই এপ্রিল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান ও গুজরাটে। এরপর ১৬ই এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, গুজরাট ও পূর্ব রাজস্থানে।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ই এপ্রিল পশ্চিম রাজস্থানে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, গুজরাট ও পূর্ব রাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত অসম ও মেঘালয়ের বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানা গেছে।