পয়সা যারই হোক না কেন, ভারতের মাটিতে পণ্য উৎপাদন করবে ভারতীয়রাই। এভাবেই দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ হবে। লোকসভা নির্বাচন শুরু হওয়ার মাত্র চারদিন আগে একটি সাক্ষাৎকারে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভারতে বড়সড় বিনিয়োগ করতে পারেন টেসলা কর্তা এলন মাস্ক। সেই জল্পনার মধ্যেই এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, “আমি চাই ভারতে বিনিয়োগ আসুক। কে বিনিয়োগ করল সেটা খুব একটা গুরত্বপূর্ণ নয়। কিন্তু সেই কাজে ঘাম ঝরাবেন ভারতীয়রা। যে পণ্য উৎপাদিত হবে সেখানে ভারতের ছোঁয়া থাকবে। তাহলেই দেশের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ হবে বলে তিনি জানান।”
পয়সা যারই হোক না কেন, ভারতের মাটিতে পণ্য উৎপাদন করবে ভারতীয়রাই।

Leave a Comment