রাতের আঁধারে আগরতলা প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 Jun.রাতের আঁধারে আগরতলা প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ চোরের দল হানা দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে পালিয়ে যায়। প্রায় ৩৫ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান আগরতলা প্রেস ক্লাবের লিফটের কাজে যুক্ত জনৈক শ্রমিক। জানা যায়,বুধবার রাতে আগরতলা প্রেস ক্লাবে হানা দেয় নিশিকুটম্বের দল। লিফট বানানোর কাজের রড ও শ্রমিকের কাজের সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। বৃহস্পতিবার শ্রমিকরা কাজ করতে গেলে চুরির বিষয়টি তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে। থানায়ও খবর দেওয়া হয়।এই চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।