আসন্ন লোকসভা নির্বাচন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি । তার কয়েকদিন আগেই আন্তর্জাতিক স্তর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। আইবির দেওয়া রিপোর্টের ভিত্তিতে রাজীব কুমারের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। নির্বাচনের জন্য সাম্প্রতিক কালে তাঁকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে হচ্ছে। ফলে তাঁর ওপর যাতে কোনও রকম হামলা না হয় সেই জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বহিনীর জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। রাজীব কুমারের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেয় আইবি। সেই রিপোর্টের ভিত্তিতেই তড়িঘড়ি এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের তরফে মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। তবে এর আগেও তিনি কেন্দ্র সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়মিত নিরাপত্তা পেতেন। নিয়ম অনুযায়ী সেই নিরাপত্তাও বহাল থাকবে। এর পাশাপাশি তাঁকে দেওয়া হবে জেড ক্যাটাগরির নিরাপত্তা।
আন্তর্জাতিক স্তর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে।

Leave a Comment