বৃহস্পতিবার শাসক দল বিজেপির সহযোগী দল আইপিএফটির সাংগঠনিক বৈঠক আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
২০২৬ সালে এডিসি নির্বাচনে দলের কি ভূমিকা হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 17 July.বৃহস্পতিবার শাসক দল বিজেপির সহযোগী দল আইপিএফটির সাংগঠনিক বৈঠক আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে এডিসি নির্বাচনে দলের কি ভূমিকা হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, ২০২১ সালে নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটি দুর্বল হয়ে পড়েছিল। ২০২১ সালের তুলনায় ২০২৬ সালের এডিসি নির্বাচনে আইপিএফটির যথেষ্ট ভূমিকা থাকবে বলে উল্লেখ করেন তিনি। যারা বিগত দিনের দল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার পুনরায় আইপিএফটি দলে যোগদান করছে বলেও জানান তিনি। রণ কৌশল কি থাকবে দল পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। আলাদা রাজ্যের দাবি নিয়ে নির্বাচনে ঝাঁপাবে আইপিএফটি বলেও উল্লেখ করেন তিনি। এদিন বৈঠকের সভাপতিত্ব করেন আইপিএফটি দলের রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াঙ।