শহরে যানজট কমাতে কঠোর নির্দেশ মন্ত্রী সুশান্ত চৌধুরীর ।
(সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে)
- -: পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, ট্রাফিক পুলিশ এবং শ্রমিক ভাইদের উপস্থিতিতে পরিবহন দপ্তরের তরফ থেকে গৃহীত সংশোধিত কিছু সিদ্ধান্ত সমূহ :-
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 Jun.১. মোহনপুর মহকুমার অধীন নরসিংগড়, বামুটিয়া, গান্ধীগ্রাম, মোহনপুর থেকে শহরের দিকে আগত অটোগুলি এখন যাত্রী নিয়ে রাজধানী আগরতলার সার্কিট হাউজ এর গান্ধী মূর্তির পাদদেশের গোল চক্কর পর্যন্ত যাত্রী নিয়ে আসতে পারবে এবং সেখানে যাত্রী নামিয়ে দিয়ে এই অটোগুলি আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে। কোনভাবেই সার্কিট হাউজের গান্ধী মূর্তির সংলগ্ন গোলচক্কর এলাকায় কোন ধরনের স্থায়ী স্টপেজ তৈরী বা যাত্রীদের জন্য অপেক্ষা করা যাবে না। এক্ষেত্রে এই এলাকায় কোনোভাবেই যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না।
২. জিরানীয়া মহকুমার অধীন জিরানিয়া, খয়েরপুর, রানিরবাজারের দিক থেকে আগত অটোগুলি চন্দ্রপুর বাস স্ট্যান্ড অথবা পুরানো জেলখানা (কেন্দ্রীয় সংশোধনাগার) ( বিভিন্ন শ্রমিক সংগঠন ও সিন্ডিকেটের প্রতিনিধিদের পছন্দ ও মতামত অনুযায়ী, এই দুটো জায়গার মধ্যে যেকোন একটি) পর্যন্ত যাত্রী নিয়ে আসতে পারবে। সেখানে যাত্রী নামিয়ে দিয়ে ঐ অটোগুলি পুনরায় আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে।
৩. অপরদিকে বিশালগড়, সেকেরকোট, আমতলীর দিক থেকে আগত অটো গুলো নাগেরজলা মোটর স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দিয়ে সেখান থেকে পুনরায় তাদের আগের জায়গায় ফিরে যাবে।
৪. রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা রিজার্ভ অটোর মাধ্যমে শহরে প্রবেশ করতে পারবে। ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে ওই অটোগুলি কোনভাবেই শহরে যাত্রী পরিবহন করতে পারবে না।