রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সরকারি বাসভবনে
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মোর্চার কর্মী, সংগঠনের সদস্যা এবং সাধারণ বোনেরা উপস্থিত হন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10 Aug. 2025: রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মোর্চার কর্মী, সংগঠনের সদস্যা এবং সাধারণ বোনেরা উপস্থিত হন। একে একে করে তাঁরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রীও বোনেদের সাদর সম্ভাষণ জানিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, রাখিবন্ধন শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এই উৎসব সমাজে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয় এবং আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. সাহা রাজ্যের সমস্ত বোনেদের উদ্দেশে জানান, আগামী দিনে সরকার নারীদের নিরাপত্তা, শিক্ষার সুযোগ ও সামাজিক ক্ষমতায়নের জন্য আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আশাবাদী, নারীদের সক্রিয় অংশগ্রহণে রাজ্যের সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতি বছর এই উৎসবে সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরাতে পারা তাঁদের কাছে গর্বের বিষয়। তাঁরা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে রাজ্যের নারী উন্নয়ন কর্মসূচি আরও গতিশীল হবে।
