ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলাম হত্যাকাণ্ডে ‘খুনীদের’ কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার এন সিসি থানায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12 Jun.ঘটনা শুনলেই ঘা আতকে ঊঠে । ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলাম হত্যাকাণ্ডে ‘খুনীদের’ কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার এন সিসি থানায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসী। তারা কোন ভাবেই এই ঘটনাকে মেনে নিতে পারছেন না।পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল শরিফুলই। সে স্মার্ট সিটিতে ইলেকট্রিসিয়ানের কাজ করত। ধীরে ধীরে পরিবারটি উঠে দাঁড়াচ্ছিল।এখন তার পরিবারটিকে কে দেখবে। কে তাদের দায়িত্ব নেবে। এই প্রশ্নই এখন এলাকাবাসীর।এদিনই এই হত্যাকান্ডে ধৃত অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়।