রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

News Subarta
1 Min Read
SYDNEY, AUSTRALIA - MAY 24: Indian Prime Minister Narendra Modi speaks at a joint news conference with Australian Prime Minister Anthony Albanese (R) at Admiralty House on May 24, 2023 in Sydney, Australia. Modi is visiting Australia on the heels of his and Albanese's participation in the G7 summit in Japan. (Photo by Saeed Khan-Pool/Getty Images)

রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 31 Aug. 2025:                                    রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এদিন রাজ্যের সব কয়টি মণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে ৪ বড়জলা মন্ডলের ১১নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১২৫তম পর্ব স্রবণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ডল সভাপতি রাজিব সাহা সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা। মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১২৫তম পর্ব সম্প্রচার করা হয়েছে। সারা দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি বুথে এই মন কি বাত অনুষ্ঠান শোনা হয়েছে। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন কি বাত অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি রাজ্যের সঙ্গে প্রতিটি রাজ্যকে যুক্ত করা।প্রতিটি রাজ্যের ভাষা সংস্কৃতি খাদ্যাভাস সহ অন্য রাজ্যের জনগণকে জানা এবং দেশের প্রতিনিয়ত যে কর্মকাণ্ড গুলি চলছে তা জনসমক্ষে তুলে ধরা ও জনগণকে অয়াকিবহাল করা।এই মন কি বাতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।এই অনুষ্ঠানের জন্য প্রতি মাসের শেষ রবিবারের অপেক্ষায় সকলে থাকে বলে তিনি জানান।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *