কেন্দ্রে ফের সরকার গঠন করছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী।
কেন্দ্রে ফের সরকার গঠন করছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানান। মোদীকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি মুর্মু। তারপরই হবু প্রধানমন্ত্রীকে দই-চিনি খাওয়ান। শুভ কাজের আগে দই-চিনি খাওয়ানো হয়। এটাই রীতি। চিরাচরিত প্রথা মেনে হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দই খাওয়ান দ্রৌপদী মুর্মু।প্রায় দেড় মাস ধরে চলা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ জুন। একাই ২৪০ আসন পেয়েছে বিজেপি। জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ সংখ্যা পেরিয়েছে তারা। শুক্রবার এনডিএ-র বৈঠকে নরেন্দ্র মোদীকে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয় নরেন্দ্র মোদীকে। তারপরই সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার জন্য সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের ৮০০০-র বেশি অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-সহ বহু বিশিষ্ট অতিথি মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।