নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12th Sept. 2025: এবার চিত্রকলার জগতে বিরল কৃতিত্ব অর্জন করেছে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ার মেয়ে আরিয়া দেব। কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর-এর প্রতিকৃতি অঙ্কন করে আরিয়া নিজের নাম তুলেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে। অল্প সময়ের মধ্যে অসাধারণ নিপুণতায় এই প্রতিকৃতি আঁকায় বিচারকদের মন জয় করেছে সে।তেলিয়ামুড়া মহকুমার জয়নগর এলাকার বাসিন্দা আরিয়া বর্তমানে আগরতলার ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের দশম শ্রেণির ছাত্রী। অষ্টম শ্রেণি পর্যন্ত তেলিয়ামুড়ার স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে আগরতলায় স্থানান্তরিত হয়ে পড়াশোনার পাশাপাশি চিত্রকলায় তার প্রতিভাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। ছোটবেলা থেকেই আঁকার প্রতি গভীর আগ্রহ ছিল আরিয়ার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যেই সে দক্ষতার প্রমাণ রেখেছে।
সম্প্রতি কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি আঁকতে গিয়ে তার সৃজনশীলতা নতুন মাত্রা পায়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিখুঁতভাবে আঁকা সেই প্রতিকৃতিই তাকে এনে দেয় সর্বভারতীয় স্বীকৃতি। এর ফলস্বরূপ ইন্ডিয়ান বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার নাম নথিভুক্ত করে। আত্মীয়স্বজন থেকে শুরু করে স্থানীয় মানুষজন, সকলে অভিনন্দন জানান আরিয়াকে। শিক্ষক-শিক্ষিকারাও তার প্রতিভার প্রশংসা করে জানিয়েছেন, ভবিষ্যতে বড় মাপের শিল্পী হয়ে উঠতে সক্ষম হবে আরিয়া।
