দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আদালত জানতে চেয়েছে, লোকসভা নির্বাচনের আগে কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে? তদন্ত ও গ্রেফতারির মধ্যে এত দীর্ঘ ব্যবধান কেন, সেটাও জানতে চাওয়া হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মামলায় পরপর দু দিন শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার কেজরীর পক্ষে আদালতে যুক্তি পেশ করে সওয়াল করেন আইনজীবী অভিষেক মুন সিংভি। দিল্লির আবগারি মামলায় সাক্ষীদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি দাবি করেন, কেজরিওয়ালের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন রাঘব মুংতা। সিংভি দাবি করেছেন, ২০২৩ সালের মার্চ মাসে তাঁর বাবা একটি বিবৃতিতে বলেছিলেন যে তিনি কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন। এই বিবৃতিতে তিনি স্পষ্ট বলেছেন যে এই বৈঠক আবগারি নীতি নিয়ে ছিল না। রাঘব পাঁচ মাস জেলে থাকার পর তাঁর বাবা ভেঙে পড়েন এবং জুলাই মাসেই কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর বিবৃতি রেকর্ড হয় বলে অভিযোগ।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।

Leave a Comment