১লা এপ্রিল মঙ্গলবার থেকে ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম বাড়ল দেশজুড়ে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: ১লা এপ্রিল মঙ্গলবার থেকে ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম বাড়ল দেশজুড়ে। সম্প্রতি কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, এই ওষুধ গুলির দাম ১.৭৪ শতাংশ বৃদ্ধি পেল। ফলে অসুখের চিকিৎসার খরচ আরও বাড়বে। ওয়াকিবহাল মহলের অভিমত, এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একধাক্কায় ৭৮৪টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের আরও বাইরে বেরিয়ে গেল। যেসব ওষুধের দাম বাড়ল তার মধ্যে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন- হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধ রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়েরিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত ব্যথা নাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। তবে ওষুধের স্ট্রিপ বা পাতা নয়। প্রতিটি ট্যাবলেট বা ক্যাপসুলের দাম বৃদ্ধি করা হয়েছে। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়। দাম বাড়ছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। পাশাপাশি দাম বেড়েছে করোনারি স্টেন্টের। কারণ, স্টেন্টকেও ওষুধ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে।