‘ভোটচুরি বন্ধ না হলে ভারতেও নেপাল হবে’, অখিলেশের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 12th Sept. 2025: ভোটচুরি ইস্যুতে বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে শুক্রবার সপা সাংসদ ইঙ্গিত দিলেন, ভোটচুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা। অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশের দাবি, এই নির্বাচনে ৫০০০ লোককে বাইরে থেকে এনে ভোট দেওয়ানো হয়েছে।
