মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রুখতে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র।
এব্যাপারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যেই ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 04 Aug.মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রুখতে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। এব্যাপারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যেই ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এই নিষ্ক্রিয় আধার কার্ডগুলি আর কোনও অর্থনৈতিক লেনদেন, কেওয়াইসি প্রক্রিয়া কিংবা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে না।ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার ডেটাবেসের তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করা হচ্ছে। সেগুলিকে যাচাই এবং বাছাই করা হচ্ছে। তারপর মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ২৪টি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। তার মধ্যে ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়েছে। আরও প্রায় ৬ লক্ষ ৭০ হাজার আধার কার্ডের যাচাই প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।