নবরাত্রি উৎসবের প্রাক লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 21st Sept. 2025: নবরাত্রি উৎসবের প্রাক লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি দেশবাসীকে ‘স্বদেশি’ পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভারতের সমৃদ্ধির মূলমন্ত্র হল আত্মনির্ভরতা এবং এই লক্ষ্য পূরণে দেশের প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী বলেন, “একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের আত্মনির্ভর হওয়ার পথেই হাঁটতে হবে। আত্মনির্ভরতা শুধু সরকারের কোন একটি প্রকল্প নয়, এটি আমাদের জাতীয় চরিত্রে পরিণত হওয়া উচিত। দেশীয় শিল্প, বিশেষ করে এমএসএমই খাত, এই আত্মনির্ভর ভারতের অন্যতম প্রধান স্তম্ভ।”তিনি তাঁর ভাষণে বলেন, “আমাদের দেশের মানুষের যেসব পণ্যের প্রয়োজন হয়, সেগুলির অনেককেই আমরা নিজের দেশে তৈরি করতে পারি। সেইসব পণ্য আমদানির পরিবর্তে নিজে তৈরি করা উচিত। বিদেশি পণ্যের প্রতি অতি নির্ভরতা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে — অনেক সময় আমরা না জেনেই বিদেশি পণ্য ব্যবহার করি। এখন সময় এসেছে সেই চক্র ভাঙার বলে প্রধানমন্ত্রী জানান।”
