সাময়িক স্বস্তি। লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়ে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আবগারি মামলায় শুক্রবার অন্তর্বর্তী জামিন দেওয়া হল আপ সুপ্রিমোকে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। আগামী ১লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।ভোটের প্রচারে যাতে কেজরীবাল যোগ দিতে পারেন, তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী ১লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাঁকে। এর ঠিক পরের দিন অর্থাৎ ২রা জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, গত ২১শে মার্চ আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তাঁর তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আর্জি জানিয়েছিলেন যাতে ৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।আইনজীবী শাদান ফারাসত জানিয়েছেন, জামিনে থাকাকালীন কেজরীবাল কী বলবেন না বলবেন, তা নিয়ে কোনও বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামিকাল শনিবার সকাল থেকে তিনি যাতে প্রচারের কাজ শুরু করতে পারে, সেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করল আপ।
সাময়িক স্বস্তি। লোকসভা নির্বাচনের মাঝামাঝি সময়ে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
Date: