পরীক্ষা পদ্ধতিতে বদল আনবে বলে আগেই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25 Jun. পরীক্ষা পদ্ধতিতে বদল আনবে বলে আগেই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই অনুসারে জারি হল নির্দেশিকা। এবার থেকে বছরে দু’বার করে সিবিএসই দশমের পরীক্ষা দেবে পড়ুয়ারা। প্রথমবারের পরীক্ষা আবশ্যিিক, দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক। পড়ুয়াদের দু’বার করে পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র। জাতীয় শিক্ষানীতি-র প্রস্তাব মোতাবেক এই বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার খসড়া আগেই প্রকাশ করে CBSE। খসড়ার প্রস্তাব অনুযায়ী, ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী CBSE অধীনস্থ দশম শ্রেণির পড়ুয়ারা আগামী বছর থেকে দু’বার পরীক্ষায় বসার সুযোগ পাবে। কোনও বিষয়ে তুলনামূলক কম নম্বর পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নম্বর পাওয়ার সুযোগ পাবেন তাঁরা। দু’বারের মধ্যে যে বারের নম্বর বেশি উঠবে সেই রেজাল্টটিই গ্রহণযোগ্য হবে।