সোমবার প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্দিরের নতুন পরিকাঠামো নির্মাণে ৫২ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রসঙ্গত, সোমবারই নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22nd Sept. 2025: সোমবার প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি, এদিন তিনি দেশবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেন। উল্লেখ্য, মন্দিরের নতুন পরিকাঠামো নির্মাণে ৫২ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রসঙ্গত, সোমবারই নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। এরপরই তিনি হেলিকপ্টারে পালাটানা ওটিপিসির উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে তিনি মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাস্তার দুধারে উৎসুক জনতার উচ্ছাস ছিল চোখে পড়ার মত। মাতাবাড়িতে পৌঁছে তিনি দেশবাসীর কল্যাণে মায়ের কাছে পূজো দেন। ত্রিপুরেশ্বর ভৈরব মন্দিরে শিব ঠাকুরেরও জলাভিশেক করে পূজা দেন তিনি। এরপরই প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন তিনি। মন্দির পরিসর ও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু , মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সহ অন্যান্যরা। ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে নতুন রূপে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে উদয়পুর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
