১১ বছর বয়সে মারা গেল বাঘিনী রণথম্ভোর অ্যারোহেড ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 23 Jun. ১১ বছ
র বয়সে মারা গেল বাঘিনী রণথম্ভোর অ্যারোহেড । রণথম্ভোর জাতীয় উদ্যান এর অন্যতম বিখ্যাত বাঘ ও অ্যারোহেড (T-84) এর মৃত্যুতে শোকাহত। তার সৌন্দর্য, সাহসিকতা এবং শক্তিশালী বংশের জন্য পরিচিত তিনি । হাড়ের ক্যান্সার এবং মস্তিষ্কের টিউমারের সাথে লড়াই করার পর ১১ বছর বয়সে মারা যান। অ্যারোহেড কেবল একটি বাঘিনী ছিলেন না: তিনি ছিলেন বন্য রণথম্ভোরের সারাংশ এবং ‘রণথম্ভোরের রানী’ মাচলির গর্বিত নাতনী। অ্যারোহেডের মৃত্যু রণথম্ভোরের এক জাঁকজমকপূর্ণ যুগের সমাপ্তির ইঙ্গিত দেয়l কিন্তু তার উত্তরাধিকার তার শাবকদের এবং তার দ্বারা প্রভাবিত অসংখ্য জীবনের মাধ্যমে তাঁর স্মৃতি অমর হয়ে থাকবে।

Facebook Link : https://www.facebook.com/share/v/1BndmUuYP6/
YouTube: https://youtu.be/zQq4pI-aLFU